ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

আজ থাইল্যান্ডের বিপক্ষে সেরাটা দেওয়ার প্রত্যয় মেয়েদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৭, ১৫ সেপ্টেম্বর ২০১৯

বাংলাদেশের মেয়েরা আজ রোববার পরীক্ষা দেবেন। ফুটবলের পরীক্ষা। থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের সেরাটা মেলে ধরে মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে দারুণ শুরু পেতে মুখিয়ে বাংলাদেশ দল।

থাইল্যান্ডের চোনবুরিতে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শুরু হবে ‘এ’ গ্রুপের ম্যাচটি। গতবার চোনবুরি থেকে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরেছিল বাংলাদেশ। তবে এবার ভালো শুরুর আশা কোচ গোলাম রব্বানী ছোটনের।

জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে আত্মবিশ্বাসী অধিনায়ক মারিয়া মান্ডা। বলেন, থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ…আমরা খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। এ টুর্নামেন্টের জন্য আমাদের ভালো প্রস্তুতি আছে। ভালো ফল পেতে আমরা পুরোদমে থাইল্যান্ডের বিপক্ষে লড়াই করব।

এশিয়ার সেরা আট দেশ এই লড়াইয়ের মঞ্চে। ‘এ’ গ্রুপে থাইল্যান্ড, জাপান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ। ‘বি’ গ্রুপে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন এবং ভিয়েতনাম। এশিয়ার আট দেশ হতে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দল আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ ফুটবলে খেলার টিকিট পাবে। আর স্বাগতিক ভারত সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি