ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে শ্রীলঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫২, ৩ জুন ২০১৭ | আপডেট: ১৯:১৬, ৩ জুন ২০১৭

Ekushey Television Ltd.

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্র“পের প্রথম ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকা। আর এক নম্বর ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স ও বোলার রাবাদাও প্রোটিয়াদের দলেই। এছাড়া, সেরা দশ ব্যাটসম্যানের চারজন ও সেরা বোলারদের মধ্যে দুজন দক্ষিণ আফ্রিকারই। দু’দলের শেষ সাতবারের লড়াইয়ে সবগুলোতেই হেরেছে শ্রীলঙ্কা। প্রতিপক্ষ অনেক শক্তিশালি। তবে, লঙ্কানদের অনুপ্রেরণা- প্রায় দেড় বছর পর ওয়ানডে ক্রিকেটে ফিরছেন লাসিথ মালিঙ্গা। এদিকে, ১৯৯৮ সালে প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর আর কোন ট্রফি জিতেনি দক্ষিণ আফ্রিকা। আর ২০০২ সালে ভারতের সাথে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি