ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

আজ ভারত যাচ্ছেন ৮ ক্রিকেটার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২২, ৮ নভেম্বর ২০১৯ | আপডেট: ১০:২০, ৮ নভেম্বর ২০১৯

ভারত-বাংলাদেশের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি জিতে লিড নেয় মাহমুদউল্লাহর দলটি। তবে দ্বিতীয় ম্যাচে বোলিংয়ের ব্যর্থতায় বড় ব্যবধানে হারতে হলো সফরকারীদের। ফলে আগামী রোববার নাগপুরে নির্ধারিত হবে সিরিজের ট্রফিটি উঠবে কোন দলের অধিনায়কের হাতে।

তবে এই সিরিজ দিয়েই শেষ হচ্ছে না দুই দলের এবারের লড়াই। কেননা বিশ ওভারের ক্রিকেট শেষ করেই দুই দল নামবে ধৈর্য্য ও টেম্পারমেন্টের পরীক্ষা দিতে ক্রিকেটের অভিজাত ফরম্যাটে। ইন্দোরে ১৪ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট।

দুই ম্যাচের ওই টেস্ট সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মুমিনুল হক। মুমিনুল হকের নেতৃত্বে গড়া টেস্ট স্কোয়াডের ৮ জনই নেই টি-টোয়েন্টি দলে। তারাই আজ যাচ্ছেন দুই ম্যাচের টেস্ট খেলতে।

সেই খেলায় অংশগ্রহণের উদ্দেশ্যে আজ শুক্রবার দুপুর ১২টায় দেশ ত্যাগ করবে বাংলাদেশের টেস্ট দলের খেলোয়াড়রা। তারা সরাসরি চলে যাবে নাগপুরে। যেখানে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলবে ভারত-বাংলাদেশ।

আজ ভারতগামী বিমানে উঠবেন মুমিনুল, সাদমান ইসলাম, ইমরুল কায়েস, সাঈফ হাসান, মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান, আবু জায়েদ চৌধুরী রাহী এবং এবাদত হোসেন।

ভারত সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড

সাদমান ইসলাম, ইমরুল কায়েস, সাঈফ হাসান, মুমিনল হক সৌরভ, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, মোস্তাফিজুর রহমান, আলআমিন হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী এবং এবাদত হোসেন।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি