ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

আজ মেক্সিকোর মুখোমুখি হবে জার্মানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫, ২৯ জুন ২০১৭

Ekushey Television Ltd.

কনফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মেক্সিকোর মুখোমুখি হবে শিরোপা প্রত্যাশী জার্মানি। কাজানে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।
গ্র“প পর্বে ক্যামেরুন ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় আর চিলির সঙ্গে ড্র করে সেমিফাইনালে উঠে ২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। অপর দিকে প্রথম ম্যাচে রোনালদোর পর্তুগালের সঙ্গে ২-২ গোলে ড্র আর নিউজিল্যান্ড ও রাশিয়ার বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয় দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে এ টুর্নামেন্টে দুর্দান্ত খেলা মেক্সিকো। যদিও প্রতিটি ম্যাচেই পিছিয়ে পরার কারণে চিন্তিত কোচ। তবে প্রত্যবর্তন করে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে মেক্সিকানরা। তবে টানা ১৩ ম্যাচে অপরাজিত জার্মানি, জয়ের বিকল্প কিছুই ভাবছে না।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি