ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

আজ রাশিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৪, ২০ মার্চ ২০২৩

ইউক্রেন যুদ্ধ আর তাইওয়ান সংকটের মধ্যেই আজ রাশিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটিই প্রেসিডেন্ট শি’র প্রথম রাশিয়া সফর। 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, স্থানীয় সময় আজ বিকালেই মুখোমুখি হবেন শি ও প্রেসিডেন্ট পুতিন। অংশ নেবেন অনানুষ্ঠানিক ভোজে। 

মঙ্গলবার দ্বিপক্ষীয় আলোচনায় বসবেন দুই শীর্ষ নেতা। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইউক্রেনের যুদ্ধের বিষয়ে উদ্দেশ্যমূলক ও ন্যায্য অবস্থান বজায় রাখবে বেইজিং। তবে চীনা প্রেসিডেন্টের এ সফরকে মস্কোর প্রতি তাদের জোরালো সমর্থনের ইঙ্গিতই দেয় বলে মনে করছে পশ্চিমারা। 

প্রায় চার বছরের মধ্যে এই প্রথম রাশিয়া সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট। তিনি ২০১৯ সালে সবশেষ রাশিয়া সফর করেছিলেন। বিবিসি জানায়, আগামী ২২ মার্চ পর্যন্ত দেশটিতে অবস্থান করবেন শি।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি