ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

আজ শ্রীলংকার প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত : ১১:৩৫, ১ জুলাই ২০১৯ | আপডেট: ১২:৩৩, ১ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

বিশ্বকাপ ক্রিকেটের এবারের আসরের ৩৯তম ম্যাচে আজ সোমবার মুখোমুখি শ্রীলংকা-ওয়েস্ট ইন্ডিজ। চেস্টার লি স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

বিশ্বকাপে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। তারা শিরোপা জেতে ১৯৭৫ ও ১৯৭৯ সালে। শ্রীলংকা শিরোপা জিতেছে ১৯৯৬ সালে। আর বিশ্বকাপের দ্বাদশ আসরে সেমির দৌড়ে পিছিয়ে পড়ে বিদায় নিচ্ছে এই দু’দল। ইতিমধ্যে ৭ ম্যাচ করে খেলেছে উভয় দল। সম্মান রক্ষার শেষ দুই ম্যাচ জিতে রানির দেশের বিশ্বকাপ অভিযান শেষ করতে চায় তারা।

রিভার সাইডেই গেল ম্যাচে প্রোটিয়াদের কাছে নয় উইকেটে হেরেছে শ্রীলংকা। এছাড়া, একাধিক ম্যাচে ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেনি লংকান টপ অর্ডার। লেজে গোবরে মিডল আর লোয়ার অর্ডার।

শ্রীলংকা যদি তাদের শেষ দুটি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিরুদ্ধে জেতে সে ক্ষেত্রে ১০ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ শেষ করবে শ্রীলংকা।

অন্যদিকে, এই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ যেন দুধ ভাত। পাকিস্তানকে হারিয়ে দারুন শুরু, বৃষ্টিতে ভেসে গেছে এক ম্যাচ, বাকি পাঁচ ম্যাচ হার। যে পাঁচখানা ম্যাচ হেরেছে গেইলরা অন্তত দুইটা ম্যাচ জিততে পারতো ক্যারিবিয়ানরা। এখন পয়েন্ট টেবলে শুধু আফগানদের ওপরেই আছে ওয়েস্ট ইন্ডিজ। এই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ক্যারিবিয়ান আউটফিট। আর তাই অন্তত আরও দুটি ম্যাচ জিতে বিশ্বকাপ শেষ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি