আদালত কক্ষে আসামীকে ডান্ডাবেড়ি পড়িয়ে আনা যাবে না- হাইকোর্টের নির্দেশ
প্রকাশিত : ১৮:০১, ১৩ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:০১, ১৩ মার্চ ২০১৭
আদালত কক্ষে আসামীকে ডান্ডাবেড়ি পড়িয়ে আনা যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
তবে নিরাপত্তার স্বার্থে আসামিকে কারাগার থেকে আদালতে আনা-নেওয়ার পথে ডান্ডাবেড়ি দিয়ে আনা-নেয়া করা যাবে। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি তৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গেল ২৩ ফেব্রুয়ারি দীর্ঘদিন কারাবন্দি ১০ আসামির মধ্যে ৪ জনকে ডান্ডাবেড়ি পরিয়ে হাইকোর্টে হাজির করা হয়। ওই দিন এ বিষয়ে ব্যাখ্যা দিতে কারা উপ-মহাপরিদর্শককে তলব করেন হাইকোর্ট। সোমবার ডিআইজি প্রিজন মো. তহিদুল ইসলাম আসামিদের ডান্ডাবেড়ি পরানোর ঘটনায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।
আরও পড়ুন