ঢাকা, রবিবার   ১১ জানুয়ারি ২০২৬

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৬, ১৩ জুন ২০১৭

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। মেলবোর্নে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়।
র‌্যাঙ্কিয়ের শীর্ষে থাকা ব্রাজিলের সঙ্গে লড়াইটি প্রীতি ম্যাচ হলেও নিজেদের শক্তি যাচাই করে নেয়ার একটি সুযোগ হিসেবেই দেখছে অস্ট্রেলিয়া। তাছাড়া এ ম্যাচ দিয়ে নিজেদের গুছিয়ে নিতে চায় র‌্যাঙ্কিয়ে ৪৮তম স্থানে থাকা অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার সৌদি আরবকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের লড়াইয়ে এখনো টিকে রয়েছে অস্ট্রেলিয়া। এদিকে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিানার কাছে ১-০ গোলে হারের পর, ঘুরে দাড়াতে চায় ব্রাজিল।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি