ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩২, ১৭ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের পর্দা উঠেছে রোববারই। টুর্নামেন্টের সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন পর্বে দুই গ্রুপে লড়াই করছে ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কাসহ ৮টি দল। 

উদ্বোধনী দিনে প্রথম ম্যাচেই অঘটন! বর্তমান এশিয়াকাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ৫৫ রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে পুঁচকে নামিবিয়া। দিনের অপর ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে নেদারল্যান্ডস।

সোমবার দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মাঠের লড়াইয়ে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। দ্বিতীয় ম্যাচে খেলবে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে।

এদিকে, আজ মাঠে নামবে বাংলাদেশ দলও। তবে সেটা প্রস্তুতি ম্যাচে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলবেন টাইগাররা। তার আগে প্রস্তুতি ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেবে সাকিব বাহিনী।

সোমবার বাংলাদেশ সময় দুপুর ২টায় ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে মোহাম্মদ নবির দলের মুখোমুখি বাংলাদেশ।

এ ম্যাচকে ঘিরে রোববার ব্যাট হাতে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন তাসকিন আহমেদ, এবাদত হোসাইন ও হাসান মাহমুদরা। জানা গেছে, দলের টেলএন্ডারদের শক্তিমত্তা বাড়াতেই তাদের এমন অনুশীলন।

এদিকে ব্যাটার চূড়ান্ত বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার ও পেসার শরিফুল ইসলাম। যার ফলে বাদ পড়েছেন সাব্বির রহমান ও পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। 

তাই আজ মেহেদী হাসান মিরাজের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্যকে। এর আগে নাজমুল হোসাইন শান্তকে মেকশিফট ওপেনার হিসেবে দাঁড় করানোর চেষ্টা হয়েছে। তবে তাকে দেখা যেতে পারে ওয়ানডাউনে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসাইন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (সহঅধিনায়ক), আফিফ হোসাইন, মোসাদ্দেক হোসাইন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি