ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ০৯:১৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

আর্জেন্টিনার পররাষ্ট্র, আন্তর্জাতিক বাণিজ্য ও উপাসনা মন্ত্রী সান্তিয়াগো কাফিয়ারো দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ঢাকা সফরের প্রথম দিন আজ বিকালে রাজধানীর বনানীতে দেশটির মিশন উদ্বোধন করবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। যা ৪৫ বছর আগে বন্ধ হয়েছিল। দীর্ঘ চার দশকের বেশি সময় পর ফের বাংলাদেশে মিশন চালু করছে আর্জেন্টিনা।

এরপর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ ইস্যু নিয়ে আলোচনা করবেন সান্তিয়াগো।

দ্বিপক্ষীয় বৈঠক শেষে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে একটি নৈশভোজের আয়োজন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন সান্তিয়াগো। একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। 

এছাড়া বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গেও বৈঠক করবেন সান্তিয়াগো। 

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি