ঢাকা, বৃহস্পতিবার   ৩০ মে ২০২৪

আল রায়ানকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতে আল সাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০২, ২০ মে ২০১৭ | আপডেট: ১৪:০৮, ২০ মে ২০১৭

কাতারের আমির কাপ ফুটবলের ফাইনালে আল রায়ানকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতে আল সাদ।
দোহায় খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম থেকেই সমান তালে লড়তে থাকে দুদল। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। গোল শূন্যতে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই পিছিয়ে পরে এই টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপা জয়ী আল সাদ দল। ৪৯ মিনিটে আল রায়ানের হয়ে গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার রদ্রিগু তাবাটা। ৫৬ মিনিটে পেন্টাল্টি থেকে গোল করে আল সাদকে সমতায় ফিরান হাসান হায়দাস। আর নির্ধারিত খেলার অতিরিক্ত সময়ে আল সাদের হয়ে জয়ের গোলটি করেন আলজেরিয়ার মিডফিল্ডার হ্যামারন।



Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি