ইংল্যান্ড সফরে ক্যারিবীয় দলে দুই নতুন মুখ
প্রকাশিত : ১৩:৩৫, ১৬ জুলাই ২০১৭ | আপডেট: ২০:০৮, ১৭ জুলাই ২০১৭

ইংল্যান্ডে টেস্ট খেলতে দুই নতুন মুখ নিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ১৭ আগস্ট শুরু হতে যাওয়া এ সিরিজে ওয়ানডেতে কিছুদিন আগে অভিষেক হওয়া কাইল হোপের সঙ্গে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার রেমন রিফার। এ সিরিজের মাধ্যমে দীর্ঘ দিন পর দলে ফিরেছেন পেসার কেমার রোচ।
২০১৬ সালে ফর্ম হারানোর কারণে বাদ পড়েন রোচ। তবে ঘরোয়া ক্রিকেট ও পেশাদার ক্রিকেট লিগে দুর্দান্ত বোলিংয়ের কারণে ফের দলে ফেরার সুযোগ করে দিয়েছে এই পেসারকে। রোচ ঘরোয়া ক্রিকেটে ১৬.১৭ গড়ে নিয়েছেন ২৩টি উইকেট।
আর রিফারও ছিলেন আরও দুর্দান্ত ফর্মে। গায়ানার হয়ে ৩৬ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ব্যাট হাতেও করেন ৪৪৫ রান।
আর/ডব্লিউএন