ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ইংল্যান্ডের সবচেয়ে দামি ফুটবলার ওয়াকার!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫২, ১৫ জুলাই ২০১৭ | আপডেট: ১৪:২৮, ১৫ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

সাড়ে চার কোটি পাউন্ড দিয়ে ২৭ বছর বয়সী কাইল ওয়াকারকে দলে টেনেছে ম্যানচেস্টার সিটি। বাড়তি আরও ৫০ লাখ পাউন্ড যোগ হয়ে এই অঙ্কটি পাঁচ কোটি ছুঁতে পারে তার নতুন সতীর্থ রাহিম স্টার্লিংকে ছাপিয়ে সবচেয়ে দামি ইংলিশ ফুটবলারেও হতে পারেন তিনি।

ওয়াকার টটেনহ্যামের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২৮ ম্যাচ খেলেন। ফ্রান্সের বিপক্ষে গত জুনে ইংল্যান্ডের হয়ে ২৭তম ম্যাচও খেলেন তিনি।

নতুন মিশন নিয়ে ফুরফুরে মেজাজে আছেন তিনি। সিটির ওয়েবসাইটে এই ফুল-ব্যাক নতুন গুরু পেপ গুয়ার্দিওলাকে নিয়েও উচ্ছ্বাসের কথা জানান। তিনি বলেন, পেপ গুয়ার্দিওলা বিশ্বের অন্যতম শ্রদ্ধেয় কোচ। আমি অনুভব করছি, আমার খেলা নতুন পর্যায়ে নিতে তিনি আমাকে সাহায্য করবেন। সুত্র: বিবিসি।

আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি