ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ইউক্রেনকে মিগ ২৯ দেবে পোল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪০, ১৭ মার্চ ২০২৩

এই প্রথম ইউক্রেনকে যুদ্ধ বিমান দিচ্ছে কোনো দেশ। কয়েকদিনের মধ্যেই বিমান ইউক্রেন পৌঁছে যাবে।

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রে ডুডা জানিয়েছেন কয়েকদিনের মধ্যেই ইউক্রেনের হাতে চারটি সাবেক সোভিয়েত আমলে তৈরি মিগ ২৯ যুদ্ধ তুলে দেয়া হবে।

এর আগে দক্ষিণ কোরিয়ার তৈরি এফএ ৫০ এবং অ্যামেরিকার তৈরি এফ-৩৫ এস বিমান ইউক্রেনকে দিয়েছিল পোল্যান্ড। কিন্তু ইউক্রেন যুদ্ধবিমান চাইছে। তাই ওই বিমানগুল্ বদলে ইউক্রেনকে মিগ ২৯ যুদ্ধ বিমান দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই প্রথম ইউক্রেনকে কেউ যুদ্ধ বিমান দিচ্ছে।

কিছুদিন আগেই ইউক্রেন পশ্চিমা দেশগুলির কাছে যুদ্ধ বিমান দেওয়ার অনুরোধ জানিয়েছিল। পোল্যান্ড জানিয়েছে, সব দেশ একসঙ্গে ইউক্রেনের পাশে দাঁড়ানো উচিত। স্লোভাকিয়াও জানিয়েছে তারা ইউক্রেনকে মিগ ২৯ যুদ্ধ বিমান দিতে প্রস্তুত।

ইউক্রেন আরো আধুনিক যুদ্ধ বিমান চায়। কিন্তু বিশেষজ্ঞদের বক্তব্য, ইউক্রেনের সেনা মিগ ২৯ চালাতে জানে। ফলে বিমান হাতে পেলেই তারা চালাতে পারবে। কিন্তু মার্কিন এফ ১৬-র মতো বিমান চালাতে গেলে তাদের অন্তত নয় মাসের প্রশিক্ষণ প্রয়োজন। সেই সময় এখন ইউক্রেনের সেনার হাতে নেই। সে কারণেই মিগ ২৯ তাদের জন্য সবচেয়ে ভালো যুদ্ধবিমান।

সূত্র: ডয়েচে ভেলে 

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি