ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ইউটিউবে আসছে বিটিভি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ২৫ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২২:১২, ৫ জানুয়ারি ২০১৮

বিচ্ছিন্নভাবে বিটিভির কিছু জনপ্রিয় অনুষ্ঠান ইউটিউবের বিভিন্ন চ্যানেলে পাওয়া গেলেও এখন থেকে এসব অনুষ্ঠান দেখতে পাবেন বিটিভিরই নিজস্ব ইউটিউব চ্যানেলে। কারণ ডিজিটাল সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) যাত্রা করছে ইউটিউবে।

আজ সোমবার চ্যানেলটির ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা করতে যাচ্ছে বিটিভির ইউটিউব চ্যানেলটি।

বাংলাদেশ টেলিভিশনের কোথাও কেউ নেই, বহুব্রীহি, সংশপ্তক, এইসব দিনরাত্রি, ঢাকায় থাকির মতো নাটকগুলো আজও সমান জনপ্রিয়। বিটিভিতে এক সময়কার জনপ্রিয় এসব নাটক আপলোড করা হবে ইউটিউব চ্যানেলটিতে। এতে ধারাবাহিকভাবে নতুন অনুষ্ঠানগুলোও যুক্ত করা হবে।

বিটিভির আর্কাইভে সংরক্ষিত সব অনুষ্ঠানই পর্যায়ক্রমে চ্যানেলটিতে যুক্ত হবে। পুরো প্রক্রিয়ার দায়িত্বে থাকছেন বিটিভির ঢাকা কেন্দ্রের মহাব্যবস্থাপক মো. মাসুদুল হক।

ইউটিউব ছাড়াও ইতিমধ্যে ফেইসবুকে ও টুইটারে সরব আছে বিটিভি।

একে// এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি