ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

ইউরোর সেমিতে কে কার মুখোমুখি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৯, ৫ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালের লড়াই শেষ হয়েছে। সেমিফাইনাল খেলার টিকিট পেয়েছে স্পেন, ইতালি, ডেনমার্ক ও ইংল্যান্ড। এখন এই চার দল ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামার অপেক্ষায়।
 
সেমিফাইনালের দুটি সহ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে। প্রথম সেমিফাইনালে ইতালির প্রতিপক্ষ স্পেন। আর দ্বিতীয় সেমিফাইনালে ডেনমার্কের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড।

এবার ঘরের মাঠে ফাইনাল খেলার স্বপ্ন দেখছে ইংল্যান্ড। সেমিফাইনালে ওঠার পর ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট ইতিহাস গড়ার কথা জানান।

সাউথগেট বলেন, ‘এখনও অনেক দূর যেতে হবে আমাদের। সামনে এখন এটিই লক্ষ্য। কখনও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারিনি আমরা। এবার সুযোগ এসেছে ইতিহাস গড়ার।’

তবে তাদের সেমিফাইনালের প্রতিপক্ষ ডেনমার্কও বেশ উজ্জীবিত ফুটবল খেলছে। আসরের প্রথম ম্যাচে ক্রিস্তিয়ান এরিকসেন অসুস্থ হয়ে মাঠ ছাড়ার পর দুটি ম্যাচ হেরে যায় তারা। পরে সেই হতাশাকেই শক্তিতে রূপ দিয়ে দারুণ পারফরম্যান্সে এগিয়ে যায় একের পর এক বাধা টপকে।

এদিকে, ফাইনালে ওঠার লড়াইয়ে বিশ্বের অন্যতম সেরা দ্বৈরথ অপেক্ষা করছে ইতালি-স্পেন ম্যাচে। ২০০৮ ও ১৯৬৪ সালে ইউরোপিয়ান প্রতিযোগিতাটির দুটো ট্রফি আছে লা রোজাদের। অন্যদিকে ইউরোতে ইতালির একমাত্র সাফল্য সেই ১৯৬৮ সালে। ২০১২ সালের ফাইনালে শিরোপা হারিয়েছিল এই স্পেনের কাছেই।

সেমিফাইনালের সূচি
 
প্রথম সেমিফাইনাল
ইতালি বনাম স্পেন
৬ জুলাই, মঙ্গলবার (রাত ১টা)
 
দ্বিতীয় সেমিফাইনাল
ইংল্যান্ড বনাম ডেনমার্ক
৭ জুলাই, বুধবার (রাত ১টা)

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি