ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

ইনজুরিতে সাইফউদ্দিন, দলে ফিরছেন রুবেল

প্রকাশিত : ০৯:২৬, ২০ জুন ২০১৯

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের ঠিক আগের দিন চোট পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। পিঠের ব্যথার কারণে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। সাইফউদ্দিনের চোটের কারণে অজিদের বিপক্ষে খেলার সম্ভাবনা রয়েছে রুবেল হোসেনের।

এবারের বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার মোহাম্মদ সাইফউদ্দিন। মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমানকে ছাড়িয়ে উইকেট শিকারে দেশি বোলারদের তালিকায় সবার উপরেই রয়েছেন সাইফউদ্দিন। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ম্যাচের আগে তার চোটে টাইগার শিবিরে দুঃসংবাদ।

একটি সূত্রে জানা যায়, পিঠের চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা অনিশ্চিত হয়ে গেছে সাইফউদ্দিনের। অজিদের বিপক্ষে শেষ পর্যন্ত সাইফউদ্দিন খেলতে না পারলে একাদশে সুযোগ পেতে পারেন রুবেল হোসেন। এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত খেলার সুযোগ পাননি রুবেল।

শুধু সাইফউদ্দিনই নন! চোট পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকতও। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার খেলাও অনিশ্চিত। শেষ পর্যন্ত মোসাদ্দেক খেলতে না পারলে তার পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন সাব্বির রহমান রুম্মন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি