ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ইফতার সামগ্রীসহ নিত্যপণ্যের দাম আরেক দফা বেড়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২২, ২৮ মে ২০১৭

Ekushey Television Ltd.

রমজানের প্রথমদিনে ইফতার সামগ্রীসহ অনেক নিত্যপণ্যের দাম আরেক দফা বেড়েছে। মাছ-মাংশও বিক্রি হচ্ছে বেশি দামে। এতে ক্ষুদ্ধ ক্রেতা সাধারণ। তবে, এজন্য পাইকারি ব্যবসায়ীদের দুষছেন খুচরা বিক্রেতারা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্তারা বলছেন, তারা নিয়মিত বাজার মনিটরিং করছেন। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
রমজানের প্রথমদিনে রাজধানীর কাঁচা বাজারগুলোতে দেখা গেছে প্রচুর সবজীর আমদানি।
তবে বেগুন, ধনেপাতাসহ প্রত্যেকটি সবজীর দাম বেশি। প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে জাত ভেদে ৬০ থেকে ৯০ টাকা পর্যন্ত। ছোলা বিক্রি হচ্ছে ৮০ টাকায়। তেলের আগের দাম বহাল থাকলেও বেড়েছে চিনির দাম। ক্রেতারা অভিযোগ করেছেন, রমজান আসলেই দাম বাড়িয়ে দেয়া হয়।
বিক্রেতারা বলছেন, পাইকারীবাজারে দাম বেড়ে যাওয়ায় বেশী দামে বিক্রি করতে হচ্ছে তাদের। কয়েকদিন পর দাম কমে আসবে বলে আশা করছেণ তারা। ।
এদিকে গরু ও খাসির মাংশ সিটি কর্পোরেশন নির্ধারিত দামের দামের চেয়ে কিছু বেশীতে বিক্রি হচ্ছে।
তবে ব্যবসায়ীরা বাজারে নিত্যপণ্যের দাম বাড়িয়েছেন, এমন সুনির্দিষ্ট অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বললেন ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের মহাপরিচালক।
রমজানে অতিরিক্ত চাহিদার কারনে শাক-সবজীর দাম বাড়লে নিয়ন্ত্রন সম্ভব হয় না বলেও মন্তব্য করেন তিনি।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি