ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

ইয়ুর্গেন ক্লপের জরিমানা

প্রকাশিত : ১০:২৬, ২২ ফেব্রুয়ারি ২০১৯

অবশেষে জল্পনা সত্যি হলো। গতকাল বৃহস্পতিবার লিভারপুল ম্যানেজার ইয়ুর্গে ক্লপের আর্থিক জরিমানার কথা জানিয়ে দিল ইংল্যান্ড এফএ।

এফএ কাপে তিন সপ্তাহ আগে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ম্যাচের পরে রেফারি এবং তার সতীর্থদের সঙ্গে মাঠেই তর্কে জড়িয়ে পড়েন ক্লপ। এ দিন এফএ ৪৫ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ লাখ ১৭ হাজার ৫০০ টাকা) আর্থিক জরিমানা দিতে নির্দেশ দিয়েছে ক্লপকে।

এফএ বিবৃতিতে জানিয়েছে, ক্লপ সে দিন মাঠে রেফারি এবং তার দুই সহকারীর সঙ্গে যে দুর্বীনিত আচরণ করেছিলেন, তা মোটেও গ্রহণযোগ্য ছিল না। লিভারপুল ম্যানেজার শৃঙ্খলাভঙ্গ করেছেন। তাই এই আর্থিক জরিমানা।

এ দিকে, আগামী রোববার ইপিএলে ওল্ড ট্র্যাফোর্ডে লিভারপুল খেলবে ম্যানইউর বিরুদ্ধে। তার আগে গতকাল বৃহস্পতিবার ম্যানইউ ম্যানেজার ওয়ে গুন্নার সোলসারের ভূয়সী প্রশংসা করেছেন ক্লপ।

ক্লপ বলেন, সোলসার দায়িত্ব নিয়ে যা করেছেন, তা অভাবনীয়। সোলসার দারুণ কাজ করছেন।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি