ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

ইয়েমেনে অপহৃত জাতিসংঘ কর্মকর্তাদের একজন বাংলাদেশি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৫, ১৫ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

সম্প্রতি ইয়েমেনে অপহৃত জাতিসংঘের পাঁচজন কর্মকর্তার মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন।

ভয়েস অব আমেরিকা বাংলা অনলাইন জানিয়েছে, বাংলাদেশি ওই কর্মকর্তার নাম এ কে এম সুফিউল আনাম।

সাবেক এই সেনা কর্মকর্তার স্ত্রী ঢাকায় ও তাদের এক ছেলে এবং মেয়ে কানাডায় থাকেন। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও ইয়েমেনের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার দক্ষিণ ইয়েমেনে একটি ফিল্ড ট্রিপ করে রাজধানীতে ফেরার পথে আল কায়েদা জঙ্গিরা তাদের অপহরণ করে। সেখান থেকে তাদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। 

আল কায়েদা মুক্তিপণের পাশাপাশি বেশ কয়েকজন আটক জঙ্গির মুক্তিও দাবি করেছে।

ইয়েমেনে নিয়োজিত জাতিসংঘের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জাতিসংঘের পাঁচকর্মীকে অপহরণের খবর আসে গত শনিবার। 

সুফিউল বাদে বাকি সবাই ইয়েমেনের নাগরিক। ওই সময় অপহৃতদের মধ্যে একজন বিদেশি বলে জানা গেলেও তার পরিচয় জানা যায়নি। 

সুফিউলের ভাগ্নে নিয়াজ মামুন ভয়েস অব আমেরিকা বাংলাকে জানান, তাকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জাতিসংঘের পক্ষ পরিবারকে আশ্বাস দেওয়া হয়েছে। 

অপহরণের শিকার সুফিউল আনামের গ্রামের বাড়ি কুমিল্লায়।

এদিকে জাতিসংঘের ইয়েমেন কার্যালয় থেকে জানানো হয়েছে, সেখানকার স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করে তাদের মাধ্যমে আল কায়েদার সঙ্গে আলোচনা চলছে। 

সূত্র: ভয়েস অব আমেরিকা 

এএইচএস/এসবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি