উইম্বলডন টেনিসের কোয়ার্টার ফাইনালে জোকোভিচ
প্রকাশিত : ১৬:০৩, ১২ জুলাই ২০১৭ | আপডেট: ১৯:৩১, ১৩ জুলাই ২০১৭

র্যাংকিংয়ের ৫১তম স্থানে থাকা আদ্রিয়ান মান্নরিনোকে হারিয়ে উইম্বলডন টেনিসের কোয়ার্টার ফাইনালে ওঠে গেলেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ।
ফর্মে থাকা জোকোভিচের সামনে আদ্রিয়ান খুব একটা প্রতিরোধ গড়তে পারেননি। সোয়া দুই ঘন্টার লড়াইয়ে জয় ছিনিয়ে নেন জোকোভিচ।
উইম্বলডনের সেন্টার কোর্টে অনুষ্ঠিত ম্যাচটিতে মান্নরিনোকে ৬-২, ৭-৬ (৭-৫) ৬-৪ সেটে হারিয়েছেন তিনি। প্রথম সেটটা জিতে নিয়ে সহজেই ম্যাচ জয়ের ইঙ্গিত দিচ্ছেলেন তিনি। তবে দ্বিতীয় সেটে মান্নরিনো দারুণভাবে ঘুরে দাঁড়ালেও একটা পর্যায়ে টাইব্রেকারে নামতে হয় জোকোভিচকে। এখানে ৭-৫ ব্যবধানে জিতে দ্বিতীয় সেটটা নিজের করে নেন তিনি। তৃতীয় সেটটা সহজে জিতে নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যান জোকোভিচ।
আর/ডব্লিউএন