উইম্বলডনের ফাইনাল আজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১৬:২০, ১৫ জুলাই ২০১৭ | আপডেট: ১৭:২৪, ১৫ জুলাই ২০১৭

মেয়েদের একক উইম্বলডনের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ (শনিবার) মুখোমুখি হচ্ছেন ভেনাস উইলিয়ামস ও গারবিনে মুগুরুসার। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।
আজকের ফাইনালে দুজনের বয়সের পার্থক্যটা ১৪ বছরের। পেশাদারী টেনিসে যে বছর পা রাখেন ভেনাস উইলিয়ামস, তার ১ বছর আগে ১৯৯৩ সালে জন্ম গারবিনে মুগুরুসার। টেনিসের ‘দুই যুগ’কে মিলিয়ে দিচ্ছে আজকের উইম্বলডনের ফাইনাল। সূত্র: বিবিসি।
আর/ডব্লিউএন