ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর মেঘমালার প্রভাবে কয়েক দফা বৃষ্টি চট্টগ্রামে

প্রকাশিত : ১৮:০৪, ১১ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:০৪, ১১ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর মেঘমালার প্রভাবে কয়েক দফা বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। বৈরি আবহাওয়ার কারণে সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার বিকেল থেকেই চট্টগ্রাম ও এর আশপাশের এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত শুরু হয়। আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে, গত রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে কক্সবাজার ও বান্দরবানে। সাগর উত্তাল থাকায় সেন্টমার্টিনে ৩ দিন ধরে আটকা পড়েছে ২ শতাধিক পর্যটক। তবে, তারা নিরাপদে রয়েছেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি