উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর মেঘমালার প্রভাবে কয়েক দফা বৃষ্টি চট্টগ্রামে
প্রকাশিত : ১৮:০৪, ১১ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:০৪, ১১ মার্চ ২০১৭
উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর মেঘমালার প্রভাবে কয়েক দফা বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। বৈরি আবহাওয়ার কারণে সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার বিকেল থেকেই চট্টগ্রাম ও এর আশপাশের এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত শুরু হয়। আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে, গত রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে কক্সবাজার ও বান্দরবানে। সাগর উত্তাল থাকায় সেন্টমার্টিনে ৩ দিন ধরে আটকা পড়েছে ২ শতাধিক পর্যটক। তবে, তারা নিরাপদে রয়েছেন।
আরও পড়ুন