ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

এএনওসি অ্যাওয়ার্ড পেলেন শাহেদ রেজা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪২, ২৯ নভেম্বর ২০১৮

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা সম্মানসূচক এএনওসি অ্যাওয়ার্ড পেলেন। জাপানের টোকিওতে অ্যাসোসিয়েশন অব ন্যাশনাল অলিম্পিক কমিটি (এএনওসি)’র সাধারণ সভায় তাকে এই পুরষ্কারে ভুষিত করা হয়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস ব্যাচ সৈয়দ শাহেদ রেজার হাতে পুরষ্কার তুলে দেন। 

এসময় উপস্থিত ছিলেন- এএনওসি’র প্রেসিডেন্ট ফাহাদ আল সাবাহ। প্রথম বাংলাদেশ যুব গেমস সফলভাবে আয়োজনের জন্য শাহেদ রেজাকে এই পুরস্কার দেওয়া হয়। গত বছরের ডিসেম্বরে দেশের প্রতিটি উপজেলা থেকে শুরু হয়ে জেলা ও বিভাগ ঘুরে চলতি বছরের মার্চে চুড়ান্ত পর্বের মধ্য দিয়ে শেষ হয় বাংলাদেশ যুব গেমস। তৃর্ণমূল পর্যায়ের কয়েক হাজার ক্রীড়াবিদ অংশ নেন এই গেমসে। এখান থেকেই খুঁজে নেওয়া হয়েছে বাংলাদেশের ভবিষ্যত তারকা ক্রীড়াবিদদের। যাদেরকে পরবর্তীতে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণের আওতায় এনে বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া আসরের জন্য গড়ে তোলা হবে। প্রথম বাংলাদেশ যুব গেমস আয়োজন করায় কৃতিত্বের দাবীদার বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। তাই দেশের পর এবার বিদেশেও সম্মানীত হলেন। তার ঘোষণা এই গেমস আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখেবে বিওএ।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি