ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

একদিনের ব্যবধানে দ্বিতীয় হ্যাটট্রিক!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৬, ১২ নভেম্বর ২০১৯

দীপক চাহার

দীপক চাহার

Ekushey Television Ltd.

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বল হাতে জ্বলে উঠেছিলেন। গত ১০ নভেম্বর তিন ম্যাচ সিরিজের শেষ ওই ম্যাচে তো বটেই, উপরন্তু সিরিজ সেরাও হয়েছিলেন ডানহাতি মিডিয়াম পেসার দীপক চাহার। দুর্দান্ত এক হ্যাটট্রিকের পাশাপাশি গড়েছিলেন টি-টোয়েন্টির বিশ্ব রেকর্ড।

নাগপুরের ম্যাচে ৩.২ ওভারে মাত্র ৭ রান খরচায় চাহার তুলে নিয়েছিলেন ছয় ছ'টি উইকেট। তবে এখানেই থেমে যাননি দীপক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড গড়া এই ভারতীয় পেসার মঙ্গলবার (১২ নভেম্বর) আবারও দেখা পেয়েছেন হ্যাটট্রিকের।

এদিন দেশটির ঘরোয়া টি-টোয়েন্টির আসর সৈয়দ মুশতাক আলি ট্রফিতে রাজস্থানের হয়ে খেলতে নেমে হ্যাটট্রিকের দেখা পান চাহার। বিদর্ভার বিপক্ষে এদিন ৩ ওভার হাত ঘুরিয়ে ১৮ রান দিলেও তুলে নেন চারটি উইকেট। যার সবকটিই পেয়েছেন একই ওভারে।

এদিন দলটির নেতৃত্বের দায়িত্ব নিয়ে খেলতে নামা দীপক চাহার ইনিংসের ১৩তম ওভারের প্রথম বলেই ফিরিয়ে দেন বিদর্ভের রুশভ রাঠোরকে। এরপর ওই ওভারের চতুর্থ, পঞ্চম আর ষষ্ঠ বলে টানা তিনজনকে মাঠ ছাড়া করে পূরণ করেন কাঙ্ক্ষিত হ্যাটট্রিক। টাইগারদের বিপক্ষে পাওয়া হ্যাটট্রিকের একদিন পরই এই হ্যাটট্রিকের দেখা পেলেন এই বোলার।

এদিকে, বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে ৯ উইকেটে ৯৯ রান তুলতে সক্ষম হয় বিদর্ভা। যাতে স্থানীয় বৃষ্টি আইনে (ভারতের প্রচলিত VJD method) দীপক চাহারের রাজস্থানের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩ ওভারে ১০৭ রান। তবে নির্ধারিত ওভার খেলে ৮ উইকেট হারালেও ওই রান ছুটে ব্যর্থ হয় রাজস্থান। থেমে যায় ১০৫ রান তুলেই। যার ফলে মাত্র ১ রানে ম্যাচটি জিতে নেয় বিদর্ভা।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি