ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

এবার সংশোধনী, কোচ হননি রবি শাস্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৮, ১১ জুলাই ২০১৭ | আপডেট: ১২:৪৯, ১২ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

ভারতীয় ক্রিকেট দলের কোচ নির্বাচন নিয়ে চলছে একের পর এক চলছে নাটক। বারবার বদলে যাচ্ছে দৃশ্যপট। আজ মঙ্গলবার ভারতীয় দলের কোচ হিসেবে রবি শাস্ত্রীর নাম ঘোষণা করার কয়েক ঘণ্টা পর তা অস্বীকার করে বসল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।  ফলে রবি শাস্ত্রীর কোচ হওয়া নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো যে খবর দিয়েছিল তা সংশোধন করতে হচ্ছে।

আর ভারতীয় সংবাদমাধ্যমের সূত্র ধরে বাকি ক্রিকেট বিশ্বেও ছড়িয়ে পড়েছিল রবি শাস্ত্রীর কোচ হওয়ার খবরটি।

সোমবার ভারতীয় দলের কোচের পদে আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়ার পর উপদেষ্টা কমিটি জানায়, এখনই অনিল কুম্বলের উত্তরসূরির নাম ঘোষণা করবেন না তারা। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে আলাপ করেই এ ব্যাপার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়। এর ২৪ ঘণ্টা পরেই শাস্ত্রীর নাম জানা গেল। এই সংবাদটি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই বিসিসিআইয়ের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়।

বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, এখনো কোচ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভারতীয় গণমাধ্যম  বিসিসিআইয়ের এমন কথায় রীতিমতো বিভ্রান্তির মধ্যে। কয়েকটি সংবাদমাধ্যম তো পাঠকদের কাছে এ নিয়ে দুঃখও প্রকাশ করেছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি