ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

এশিয়ান ভলিবল প্রশাসনের সদস্য হলেন মেয়র আতিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৫, ২১ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের প্রেসিডেন্ট মো. আতিকুল ইসলাম এশিয়ান ভলিবল কনফেডারেশনের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য নির্বাচিত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) ডিএনসিসি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ নভেম্বর এশিয়ান ভলিবল কনফেডারেশন বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের এক সভায় মেয়র আতিকুল ইসলামকে বোর্ডের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের কাছে এই নিয়োগের বিষয়ে এশিয়ান ভলিবল কনফেডারেশনের প্রেসিডেন্ট রিটা সুবোউয়ো চিঠি পাঠিয়েছেন। 

প্রসঙ্গত, এশিয়ান ভলিবল কনফেডারেশন এশিয়ার বিভিন্ন দেশের ভলিবল ও বিচ ভলিবলের উন্নয়নে কাজ করে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি