ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

এশিয়া কাপ হকি: ওমানের বিপক্ষে নামছে বাংলাদেশের যুবারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৩, ২৩ মে ২০২৩ | আপডেট: ১০:৫৭, ২৩ মে ২০২৩

Ekushey Television Ltd.

জুনিয়র এশিয়া কাপ হকির উদ্বোধন হচ্ছে আজ। প্রথম দিনেই স্বাগতিক ওমানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

আল খাবুজ ইয়ূথ অ্যান্ড কালচার সেন্টার স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ১০টায়।

এই টুর্নামেন্টে ভালো ফল পেতে দারুণ আত্মবিশ্বাসি বাংলাদেশের যুবারা। চলতি বছরের শুরুতে এএইচকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল যুব এশিয়া কাপে অংশ নেয়া এই দলটি। 

টুর্নামেন্টটি সামনে রেখে ভারতে ২০ দিনের কন্ডিশনিং ক্যাম্পের পাশাপাশি ১০টি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেরা চারে থেকে এশিয়া কাপ শেষ করলে জুনিয়র যুব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ। 

তাই ছন্দ ধরে রেখে জয় ভিন্ন কোনো কিছুই ভারছে না লাল সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে ঘরের মাঠে কোনো দলকেই ছাড় দিতে চায়না ওমান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি