এসেক্স থেকে কোনো টাকা নেননি তামিম!
প্রকাশিত : ১৯:৩১, ১৩ জুলাই ২০১৭ | আপডেট: ১৭:৪৩, ১৪ জুলাই ২০১৭

ম্যাচপ্রতি পাওয়ার কথা ছিল প্রায় তিন হাজার পাউন্ড। কিন্তু এক ম্যাচ খেলে বাংলাদেশ দলের বাঁ-হাতি ওপেনার তামিম ইকবাল দেশে ফিরেছেন এসেক্সের কাছ থেকে কোনো টাকা না নিয়ে। যদিও এসেক্সের সঙ্গে তামিম ইকবালের চুক্তিতে কোনো প্রশ্নবোধক বিষয় ছিল না।
হিজাব পরায় গত সোমবার ইস্ট লন্ডনের স্ট্রাটফোর্ডে কিছু শ্বেতাঙ্গ তরুণের বর্ণবাদী আচরণের শিকার হন তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা। ব্যাপারটি এসেক্সকে জানিয়ে পরদিন মঙ্গলবারই সপরিবারে দেশের উদ্দেশ্যে লন্ডন ছাড়েন তামিম।
যদিও এসেক্স এক বিবৃতিতে জানায়, ‘ব্যক্তিগত কারণে’ তামিম দেশে ফিরে যাচ্ছেন। আর এক ম্যাচ খেলেই দেশে ফেবার ব্যাপারেও তামিম ইকবাল ‘ব্যক্তিগত কারণের’ কথাই জানিয়েছেন।
তামিমের দেশে ফেরার প্রস্তাবে এসেক্স রাজি হলেও ঘটনাটি প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছিল উভয় পক্ষেই। হয়ত সে কারণেই বিষয়টি এড়িয়ে গেছেন তামিম। কিন্তু তার মৌনতার ভিন্ন অর্থ খুঁজেছেন অনেকেই। অনেকে ধারণা করেছেন, তবে কি টাকার কাছেই হেরে গেলেন তামিম!
শেষ পর্যন্ত অনেকের ধারণা ভুল প্রমাণিত হলো। তামিমের এক ঘটিষ্ঠ সূত্র জানিয়েছে, ম্যাচপ্রতি তার তিন হাজার পাউন্ড পাওয়ার কথা। এ হিসাবে এসেক্স বেশ কিছু টাকা তাঁকে অগ্রিমও দিয়ে রেখেছিল। কিন্তু দেশে ফেরার আগে তামিম সব টাকাই ফিরিয়ে দিয়েছেন এসেক্সকে।
দলের হয়ে তেমন পারফরমেন্স করতে পারেননি এমন অনুযোগ দিয়ে নাকি টাকাটা ক্লাব কর্মকর্তাদের ফেরত দিয়েছেন তামিম।
ডব্লিউএন