ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

এসেক্স থেকে ফেরা : তামিমের ভাষ্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৪, ১২ জুলাই ২০১৭ | আপডেট: ১৯:৩১, ১৩ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

বাংলাদেশের ডেশিং ওপেনার তামিম ইকবালের ইংল্যান্ড থেকে আকস্মিক দেশে ফেরা নিয়ে নানা গুঞ্জন চাউর হয়েছে।

এসেক্স অফিসিয়াল ওয়েবসাইটে লিখেছিল, ‘কারণটি ব্যক্তিগত’। কিন্তু কিছু সংবাদমাধ্যম খবর দিয়েছে, লন্ডনে ‘হেইট ক্রাইমের’ শিকার হয়ে দেশে ফিরছেন তামিম ইকবাল। তার পরিবারকে নাকি অ্যাসিড ছুঁড়ে মারার চেষ্টা হয়েছে। তবে সেই সব খবর ও গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন তামিম।

নিজের অফিসিয়াল ফেসবুক পাতায় বাংলাদেশ সময় বুধবার বেলা ১১টার দিকে একটি পোস্ট দেন তামিম। সেখানে তিনি লিখেছেন, এসেক্সের হয়ে এক ম্যাচ খেলে হঠাৎ দেশে ফেরার বিষয়টি তার একান্তই ব্যাক্তিগত।

তামিম লিখেন, ‘আমি আমার সব ভক্ত ও শুভাকাঙ্খীকে জানাতে চাই যে, এসেক্সে আমার মৌসুম আগেই শেষ করে দেশে ফিরছি ব্যক্তিগত কারণে। কিছু সংবাদমাধ্যম রিপোর্ট করেছে যে আমরা হেইট ক্রাইমের শিকার হয়েছি। এটি আসলে সত্যি নয়।’ভবিষ্যতে আবার ইংল্যান্ডে ফিরতে তিনি মুখিয়ে আছেন তামিম।

ইংল্যান্ডে গিয়ে খেলতে পছন্দ করেন জানিয়ে তামিম লিখেন, ‘ক্রিকেট খেলার জন্য আমার প্রিয় জায়গাগুলির একটি ইংল্যান্ড এবং আগে চলে যেতে হওয়ার পরও এসেক্স আমার প্রতি ছিল দারুণ সৌজন্যময়। সব ভক্ত ও শুভাকাঙ্খীকে আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের ভাবনা ও নানা বার্তার জন্য। ভবিষ্যতেও ইংল্যান্ডে খেলার অপেক্ষায় থাকব আমি।’

এসেক্সের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলতে শনিবার ইংল্যান্ডে যান তামিম। খেলেছেন একটি ম্যাচ। মঙ্গলবার বিকেলে এসেক্স জানায়, ‘ব্যক্তিগত কারণে’ দেশে ফিরছেন তামিম ইকবাল।

//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি