ঢাকা, রবিবার   ১১ জানুয়ারি ২০২৬

ওয়েস্ট ইন্ডিজকে ৯৩ রানে হারিয়েছে ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৭, ১ জুলাই ২০১৭ | আপডেট: ১৪:০০, ১ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

সিরিজের তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৯৩ রানে হারিয়ে ২-০ তে এগিয়ে গেল ভারত।
অ্যান্টিগায় টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২৫১ রান সংগ্রহ করে সফরকারী ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রানে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি। ৭৯ বলে ৪ টি চার ও ২ টি ছক্কায় এই ইনিংস খেলেন তিনি। এছাড়া, ওপেনার আজিঙ্কা রাহানের ব্যাট থেকে আসে ৭২ রান। আর কেদার যাদব অপরাজিত থাকেন ৪০ রানে। জবাবে ব্যাট করতে নেমে ১৫৮ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান আসে জেসন মোহাম্মাদের কাছ থেকে। ভারতের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন কুলদীপ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন। এই জয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০তে এগিয়ে ভারত।

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি