ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ৩৬২ রানে এগিয়ে আছে পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৮, ১২ মে ২০১৭ | আপডেট: ১৪:০৯, ১২ মে ২০১৭

ডোমিনিকা টেস্টে দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ৩৬২ রানে এগিয়ে আছে সফরকারী পাকিস্তান।
আজহার আলির দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৩৭৬ রানের স্কোর সংগ্রহ করে পাকিস্তান। ২টি ছক্কায় ও ৮টি চারে ১২৭ রান করে ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি গড়েন ওপেনার আজহার আলি। এছাড়া, মিসবাহ ৫৯, বাবর আজম ৫৫ ও সরফরাজ করেন ৫১ রান। ক্যারিবীয়দের হয়ে ৪টি উইকেট নিয়েছেন রস্টন চেজ। জেসন হোল্ডার ৩টি ও ২ টি উইকেট পেয়েছে দেবেন্দ্র বিশু। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৪ রান সংগ্রহ করে দ্বিতীয় দিন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। কাইরন পাওয়েল ৯ ও ক্রিগ ব্র্যাথওয়েট অপরাজিত আছেন ৫ রানে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি