ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ৩৬২ রানে এগিয়ে আছে পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৮, ১২ মে ২০১৭ | আপডেট: ১৪:০৯, ১২ মে ২০১৭

Ekushey Television Ltd.

ডোমিনিকা টেস্টে দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ৩৬২ রানে এগিয়ে আছে সফরকারী পাকিস্তান।
আজহার আলির দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৩৭৬ রানের স্কোর সংগ্রহ করে পাকিস্তান। ২টি ছক্কায় ও ৮টি চারে ১২৭ রান করে ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি গড়েন ওপেনার আজহার আলি। এছাড়া, মিসবাহ ৫৯, বাবর আজম ৫৫ ও সরফরাজ করেন ৫১ রান। ক্যারিবীয়দের হয়ে ৪টি উইকেট নিয়েছেন রস্টন চেজ। জেসন হোল্ডার ৩টি ও ২ টি উইকেট পেয়েছে দেবেন্দ্র বিশু। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৪ রান সংগ্রহ করে দ্বিতীয় দিন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। কাইরন পাওয়েল ৯ ও ক্রিগ ব্র্যাথওয়েট অপরাজিত আছেন ৫ রানে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি