ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ২১৮ রান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৬, ১৩ মে ২০১৭ | আপডেট: ১২:২৩, ১৩ মে ২০১৭

Ekushey Television Ltd.

ডোমিনিকা টেস্টে পাকিস্তানের ৩৭৬ রানের জবাবে তৃতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ২১৮ রান।
উইন্ডসর পার্কে বিনা উইকেটে ১৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে ক্যারিবীয়রা। দলের পক্ষে একমাত্র হাফসেঞ্চুরি করেন রোস্টন চেজ। চোট পেয়ে মাঠ ছাড়ার আগে ৬০ রান করেন তিনি। ব্র্যাথওয়েট ২৯, পাওয়েল ৩১ ও শাই হোপ করেন ২৯ রান। এছাড়া, শেন ডাওরিচ ২০ ও জেসন হোল্ডার অপরাজিত ১১ রানে। পাকিস্তানের হয়ে ৩টি উইকেট নিয়েছেন ইয়াসির শাহ। আর একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ আব্বাস ও আজহার আলি।
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি