ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

কঠিন গ্রুপে বার্সেলোনা, পিএসজিকে পেল রিয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬, ৩০ আগস্ট ২০১৯

উয়েফা চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুমে বেশ কঠিন গ্রুপে পড়েছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। তবে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে গতবারের চ্যাম্পিয়ন্স লিভারপুল ও ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। বৃহস্পতিবার রাতে মোনাকোর গ্রিমালদি ফোরামে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতাটির ড্র অনুষ্ঠিত হয়।

এ ড্র'তে উপস্থিত ছিলেন গত মৌসুমেই অবসর নেওয়া দুই চ্যাম্পিয়ন লিগ জয়ী তারকা নেদারল্যান্ডসের ওয়েস্লি স্নেইডার ও চেক প্রজাতন্ত্রের পিটার চেক।

চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের 'এফ' গ্রুপে পড়েছে বার্সেলোনা। যাকে গ্রুপ অব ডেথই বলা হচ্ছে। তাইতো দ্বিতীয় রাউন্ডে যেতে হলে বার্সেলোনাকে লড়াই করতে হবে বরুসিয়া ডর্টমুন্ড ও ইন্টার মিলানের মতো দলের বিপক্ষে। গ্রুপটির আরেক প্রতিপক্ষ স্লাভিয়া প্রাগ। 

অন্যদিকে, কাতালানদের চিরপ্রতিদ্বন্দ্বী চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদের সঙ্গে একই গ্রুপে পড়েছে ফরাসী চ্যাম্পিয়ন্স পিএসজি। 'এ' গ্রুপের বাকী দুই দল ক্লাব ব্রুগে ও গ্যালাতাসারাই।

তবে তুলনামূলক সহজ গ্রুপ পেয়েছে ইংলিশ দলগুলো। গত আসরের চ্যাম্পিয়ন লিভারপুলের প্রতিপক্ষ এবারও নাপোলি। 'ই' গ্রুপের বাকী দুই দল সালজবুর্গ ও গেঙ্ক। 

আর ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির গ্রুপে রয়েছে শাখতার দোনেস্ক, দিয়েনামো জাগরেব ও আটালান্টা। আর গতবারের ফাইনালিস্ট টটেনহ্যাম হটস্পার্সের গ্রুপে শক্ত প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। এছাড়া আছে অলিম্পিয়াকোস ও রেড স্টার বেলগ্রেড। 

তবে কিছুটা কঠিন গ্রুপে পড়েছে ইউরোপা চ্যাম্পিয়ন চেলসি। তাদের প্রতিপক্ষ আয়াক্স আমস্টারডাম, ভ্যালেন্সিয়া ও লিল।

এদিকে 'ডি' গ্রুপে জুভেন্টাস লড়াই করবে অ্যাটলেটিকো মাদ্রিদ, বায়ার লিভারকুসেন ও লোকোমোটিভ মস্কোর বিপক্ষে। গ্রুপ ‘জি’তে খেলবে জেনিত সেন্ট পিটার্সবুর্গ, বেনফিকা, অলিম্পিক লিঁও ও আরবি লাইপজিগ।

নিচে গ্রুপ ও দলের বিন্যাস দেয়া হল-

গ্রুপ ‘এ’: পিএসজি, রিয়াল মাদ্রিদ, ক্লাব ব্রুগে ও গ্যালাতাসারাই।

গ্রুপ ‘বি’: বায়ার্ন মিউনিখ, টটেনহ্যাম হটস্পার্স, অলিম্পিয়াকোস ও রেড স্টার বেলগ্রেড।

গ্রুপ ‘সি’: ম্যানচেস্টার সিটি, শাখতার দোনেস্ক, দিয়েনামো জাগরেব ও আটালান্টা।

গ্রুপ ‘ডি’: জুভেন্টাস, অ্যাতলেতিকো মাদ্রিদ, বায়ার লিভারকুসেন ও লোকোমোটিভ মস্কো।

গ্রুপ ‘ই’: লিভারপুল, নাপোলি, সালজবুর্গ ও গেঙ্ক।

গ্রুপ ‘এফ’: বার্সেলোনা, বরুসিয়া ডর্টমুন্ড, ইন্টার মিলান ও স্লাভিয়া প্রাগ।

গ্রুপ ‘জি’: জেনিত সেন্ট পিটার্সবুর্গ, বেনফিকা, অলিম্পিক লিঁও ও আরবি লাইপজিগ।

গ্রুপ ‘এইচ’: চেলসি, আয়াক্স আমস্টারডাম, ভ্যালেন্সিয়া ও লিল।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি