ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

কন্যা সন্তানের বাবা হলেন আমির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:৩৭, ১৮ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

ফের কন্যা সন্তানের বাবা হলেন পাকিস্তানের বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমির। সামাজিক যোগাযোগ মাধ্যমে সদ্য জন্ম নেয়া কন্যার ছবি দিয়ে এ খবর নিশ্চিত করেন আমির। তার স্ত্রী নার্গিস খান ভাল আছেন বলেও জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আমির লিখেছেন, ‘আলহামদুল্লিাহ, অবশেষে আল্লাহর রহমতে পৃথিবীতে এলো জয়া আমির। স্ত্রী নারগিস খান এবং দ্বিতীয় সন্তান সুস্থ আছেন।’

সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ইংল্যান্ড সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন আমির। এদিকে আমিরের সন্তানের আগমনে শুভেচ্ছা জানিয়েছেন আমিরের সতীর্থ হাসান আলী, সোহেল তানভীর, জুনায়েদ খান, উমরগুলসহ অনেক ক্রিকেটাররাই।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি