ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

কর ফাঁকিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি: মো. নজিবুর রহমান

প্রকাশিত : ১৪:০৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:০৩, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

কর ফাঁকিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় রাজস্ব  বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান। সকালে চট্টগ্রাম কাস্টমস হাউজে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম- ইআরএফ সদস্যদের সাথে মতবিনিময়ের সময় তিনি এ হুঁশিয়ারি দেন। এনবিআর চেয়ারম্যান বলেন, কাগজপত্র ও নথির ভিত্তিতে কর ফাঁকিবাজদের চিহিৃত করা হচ্ছে। চরিত্র না পাল্টালে তাদের বড় ধরনের খেসারত দিতে হবে। রাজস্ব আদায়ে ব্যাঘাত সৃষ্টিকারীদের রাষ্ট্রীয় হুমকি হিসেবে বিবেচনা করা হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি