ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

করোনাভাইরাস পরীক্ষা করেই মাঠে নামতে হবে ফুটবলারদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০০, ১২ এপ্রিল ২০২০

লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের (এলএমএ) প্রধান নির্বাহী রিচার্ড বেভান

লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের (এলএমএ) প্রধান নির্বাহী রিচার্ড বেভান

করোনাভাইরাসের কারণে থমকে গেছে বিশ্বের ক্রীড়াঙ্গন। করোনাভাইরাসের প্রভাব কেটে গেলে স্বাভাবিক পরিস্থিতি হলেই আবারও শুরু জমজমাট হবে বিশ্ব ক্রীড়াঙ্গন। সবকিছু স্বাভাবিক হয়ে গেলে গ্রীষ্মের সামনের ৫৬ দিন সময়ের মধ্যেই লিগ শুরুর চিন্তা-ভাবনা ইউরোপিয়ান ফুটবলের লিগগুলোর।

তবে মাঠে খেলা গড়ানোর আগেই খেলোয়াড়দেরকে করোনাভাইরাসের পরীক্ষা নামতে হবে। এমনটাই জানিয়েছেন লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের (এলএমএ) প্রধান নির্বাহী রিচার্ড বেভান।

স্থানীয় গনমাধ্যমে বেভান বলেন, ‘ইংলিশ লিগ আবারো মাঠে গড়ানোর আগে সকল ফুটবলারের বাধ্যতামুলক করোনাভাইরাসের পরীক্ষা করা হবে। অবশ্য বেশ কিছু ক্লাবের ম্যানেজার তাদের দলের খেলোয়াড়দের টেস্ট করানোর আগে খেলা শুরুর পক্ষে নন। তবে যদি টেস্ট কিটের স্বল্পতা থাকে তাহলে আগে অবশ্যই রোগী, এনএইচএস কর্মী এবং সেবা কর্মীদের জন্য তা উপলব্ধ করতে হবে।’

বর্তমানে করোনাভাইরাস পরীক্ষা করার খুব বেশি সুবিধা নেই বলেন বেভান। তবে এ মাসের শেষের দিকে টেস্টের পরিধি বাড়বে বলে জানান তিনি, ‘এ দেশে করোনা পরিস্থিতি নিয়ে এপ্রিলের শেষের আগে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। জার্মানিতে মে মাসে লিগ মাঠে নামানোর কথা চলছে, কারণ তারা দিনে ৫০ হাজার টেস্ট করছে , আর আমরা এখনও ১০ হাজারের বেশি টেস্ট করতে পারছি না। যদিও মাসের শেষ দিকে দৈনিক টেস্টের সংখ্যা ১ লাখ হবে বলে ধারণা করা হচ্ছে।’

এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি