কাউন্টি দল ছাড়লেন তামিম
প্রকাশিত : ১৭:৫৭, ১১ জুলাই ২০১৭ | আপডেট: ১২:৪৯, ১২ জুলাই ২০১৭

দ্বিতীয় মেয়াদে এক ম্যাচ খেলেই কাউন্টি ছাড়লেন বাংলাদেশ দলের বাঁ-হাতি স্পিনার তামিম ইকবাল। ঢাকা থেকে উড়ে গিয়ে এসেক্সের হয়ে গত ৯ জুলাই ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্টে কেন্টের বিপক্ষে করেছিলেন ৭ রান। এই একটিমাত্র ম্যাচেই শেষ তাঁর এবারের এসেক্স-অধ্যায়।
তবে যাওয়ার আগে তামিম আট-নয়টি ম্যাচ খেলা হতে পারে বলে জানিয়েছিলেন। কিন্তু এক ম্যাচ খেলে কেন শেষ হলো কাউন্টি দলে খেলা? এ ব্যাপারে অবশ্য নিজেদের ওয়েবসাইটে এসেক্স বিবৃতি দিয়েছে, ‘ব্যক্তিগত কারণে জরুরি ভিত্তিতে তামিম ক্লাব ছাড়ছেন। আমরা তাঁকে শুভকামনা জানাই। এ সময়ে তামিমের ব্যক্তিগত বিষয়কে শ্রদ্ধা দেখানোর অনুরোধ করছি।’
কাউন্টি দলের হয়ে এটি ছিল তামিমের দ্বিতীয় মৌসুম। এর আগে ২০১১ সালে ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে নটিংহ্যামশায়ারের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছিলেন বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনার।
ডব্লিউএন