ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

কাউন্টিতে খেলার প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসকিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৪, ৬ জুন ২০২৩ | আপডেট: ১৫:৪৯, ৬ জুন ২০২৩

Ekushey Television Ltd.

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার প্রস্তাব ফিরিয়ে দিলেন জাতীয় দলের পেসার তাসকিন আহম্মেদ।

কাউন্টির দল ইয়র্কশায়ার থেকে বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ ও বর্তমানে দলটির প্রধান কোচ ওসিব গিবসনের মাধ্যমে প্রস্তাব পায় তাসকিন। 

তবে ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ঢাকা এক্সপ্রেসকে নিয়ে কোনো ঝুঁকি নিয়ে চায় না বিসিবি। সেই সঙ্গে চোটের ঝুঁকি এড়াতে তাকে দিয়ে দীর্ঘ পরিসরে খেলানোর পরিকল্পাও করছে না ম্যানেজমেন্ট। 

অপরদিকে, দলের সঙ্গে রেখে পরিচর্যা করার উদ্দেশ্যেই আফগানিস্তান টেস্টে রাখা হয়েছে তাসকিনকে। 

ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নেন তাসকিন। এর আগে  আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এই পেসার।

গত বছরও তাসকিনকে অনানুষ্ঠানিকভাবে ইয়র্কশায়ারে খেলার প্রস্তাব দিয়েছিলেন গিবসন। শিষ্যকে আবারও কাউন্টি ক্রিকেটে খেলাতে চেয়েছিলেন ক্যারিবিয়ান কোচ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি