কিছুক্ষণের মধ্যে বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছাবেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১১:৩৮, ১২ মার্চ ২০১৭ | আপডেট: ১১:৩৮, ১২ মার্চ ২০১৭
কিছুক্ষণের মধ্যে বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেখানে তিনি নৌবাহিনীর বহরে যুক্ত হওয়া দুটি সাবমেরিন উদ্বোধনের পাশাপাশি ‘শেখ হাসিনা পানি শোধনাগার’ নামে ওয়াসার কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প উদ্বোধন করবেন। বিকেলে পতেঙ্গা বোট ক্লাবে উদ্বোধন করা হবে আরও একটি পানি শোধনাগার প্রকল্প। দেড় হাজার কোটি টাকায় চীন থেকে সংগ্রহ করা হয়েছে সাবমেরিন ‘নবযাত্রা’ ও ‘জয়যাত্রা’। গত ১৪ নভেম্বর সাবমেরিনগুলো বাংলাদেশের কাছে হস্তান্তরের পর ২২ ডিসেম্বর চীন থেকে চট্টগ্রাম বন্দরে আনা হয়। নৌবাহিনীকে যুগোপযোগী করা এবং বঙ্গোপসাগরের বিস্তৃত সাগর এলাকা নিরবচ্ছিন্নভাবে পাহারা দেয়ার জন্য সাবমেরিন দুটি চীন থেকে তৈরি করে আনা হয়েছে।
আরও পড়ুন