ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

কুসিক নির্বাচনে মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪৮, ২৬ মে ২০২২ | আপডেট: ২২:০৪, ২৬ মে ২০২২

রিটার্নিং কর্মকর্তা শায়েদুন্নবী চৌধুরী

রিটার্নিং কর্মকর্তা শায়েদুন্নবী চৌধুরী

আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন। এ উপলক্ষে ২৬ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে একজন মেয়রপ্রার্থীসহ ১৩ জন নিজেদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

এদিন রিটার্নিং কর্মকর্তা শায়েদুন্নবী চৌধুরী জানান, মনোনয়ন যাচাই বাছাই শেষে কুসিক নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১০৬ ও সংরক্ষিত ওয়ার্ড (মহিলা) কাউন্সিলর পদে ৩৬ জন প্রতিদ্বন্দ্বীতা করবেন। 

এদিন মনোনয়ন প্রত্যাহার করেছেন মেয়র পদে ১ জন, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১০ জন এবং সংরক্ষিত ওয়ার্ড (মহিলা) কাউন্সিলর পদে ২ জন। 

রিটার্নিং কর্মকর্তা আরও জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে প্রতীক বরাদ্দ দেয়া হবে। তাছাড়া আগামী ২৯ মে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

এসময়, সিটি কর্পোরেশনের ৫ এবং ১০ নং সাধারণ ওয়ার্ডে একজন করে প্রার্থী থাকায় শুক্রবার তাদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হতে পারে বলেও জানান রিটার্নিং কর্মকর্তা শায়েদুন্নবী চৌধুরী।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি