ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

কৃষকদের বিরুদ্ধে ১৬০০ সার্টিফিকেট মামলা(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৯, ৭ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ঝিনাইদহের আদালতে ঝুলছে কৃষকদের বিরুদ্ধে দায়ের করা ১৬’শ সার্টিফিকেট মামলা। ফসল হানি আর অভাবের কারণে ব্যাংকের টাকা পরিশোধ করতে পারেননি অনেক কৃষক। ফলে ঋণ খেলাপী হিসেবে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাদের বিরুদ্ধে। এদিকে সুদ মওকুফ করে শুধু ঋণের টাকা পরিশোধ করার সুযোগ চান কৃষকরা।

৬ বছর আগে ঝিনাইদহের কাষ্টসাগরা কৃষি ব্যাংক শাখা থেকে ২৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন কৃষক শহিদুল ইসলাম। সে বছর ফসল না হওয়ায় ঋণের টাকা পরিশোধ করতে পারেননি তিনি। এখন ৮০ হাজার টাকার মামলা মাথায় নিয়ে ঘুরছেন এই কৃষক।

শহিদুলের মত ঝিনাইদহের ৬ টি উপজেলার ১৬’শ কৃষকের বিরুদ্ধে আদালতে ঝুলছে সার্টিফিকেট মামলা। গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে অনেকের বিরুদ্ধেই।

এদিকে, সুদ মওকুফ করে শুধু ঋণের টাকা পরিশোধের সুযোগ দেয়ার দাবি জানিয়েছেন এসব কৃষক।

আর, মামলা বা গ্রেফতারি পরোয়ানা জারি হলেও কৃষকদের হয়রানি করা হচ্ছে না জানিয়ে, সুদ মওকুফের আবেদন জমা দেয়ার পরামর্শ ব্যাংক কর্মকর্তাদের।

সুদ মওকুফের পাশাপাশি আগামিতে সহজ শর্তে ঋণের দাবি কৃষকদের।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি