ঢাকা, বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪

কে হতে যাচ্ছে ব্রাজিলের সঙ্গী?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৪, ২ ডিসেম্বর ২০২২

চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ রাউন্ডের শেষ ৪টি ম্যাচ হতে যাচ্ছে আজ (শুক্রবার)। ৪টি ম্যাচই যথারীতি শুরু হবে একই সময়ে। বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে গ্রুপ এইচ-এর দক্ষিণ কোরিয়া ও পর্তুগাল এবং ঘানা ও উরুগুয়ে। আর রাত ১টায় মুখোমুখি হবে জি-গ্রুপের চার দল ক্যামেরুন-ব্রাজিল ও সার্বিয়া-সুইজারল্যান্ড।

তবে গ্রুপ এইচ-কে ছাপিয়ে উত্তেজনার তুঙ্গে গ্রুপ জি-এর খেলা দুটি। ম্যাচের বাঁকে বাঁকে পাল্টে যেতে পারে সমীকরণ। তাই চোখ রাখতে হতে পারে অপর ম্যাচেও।

গ্রুপ ‘জি’: নকআউট পর্বে ওঠার লড়াইয়ে আছে তিন দল। 

ব্রাজিল

  • ক্যামেরুনের বিপক্ষে জিতলে বা ড্র করলেই গ্রুপ সেরা হবে ব্রাজিল।

  • হারলেও তারা গ্রুপ সেরা হতে পারবে, যদি অন্য ম্যাচটি ড্র হয় কিংবা সার্বিয়া জেতে।

  • আবার ব্রাজিল যদি হারে এবং সুইসরা যদি জিতে যায়, তাহলে দেখা হবে তাদের গোল ব্যবধান। বর্তমানে গোল ব্যবধানেও এগিয়ে ব্রাজিল।

সুইজারল্যান্ড

  • জিতলেই নকআউট পর্ব নিশ্চিত হবে সুইসদের। গ্রুপ সেরাও হতে পারে তারা, যদি অন্য ম্যাচে ব্রাজিল হারে। তখন দুই দলের পয়েন্ট সমান হওয়ায় দেখা হবে গোল ব্যবধান।

  • তবে ব্রাজিল এখন গোল পার্থক্যে এগিয়ে থাকায় সুইজারল্যান্ডের জয়ের ব্যবধান অথবা ব্রাজিলের হারের ব্যবধান একটু বড় হতে হবে; ব্রাজিলের গোল ব্যবধান (+৩), সুইজারল্যান্ডের (০)।

  • সার্বিয়ার বিপক্ষে ড্র করলেও শেষ ষোলোয় ওঠার সুযোগ থাকবে, যদি অন্য ম্যাচটিও ড্র হয় কিংবা ক্যামেরুন হারে।

  • ক্যামেরুন ১-০ গোলে জিতলে, নিজেদের ম্যাচে ড্র করলেও সুইজারল্যান্ডের সুযোগ থাকবে; তখন দুই দলের পয়েন্টের মতো গোল ব্যবধানও হবে সমান। তখন দেখা হবে কারা বেশি গোল করেছে। এই হিসেবে এখন এগিয়ে আছে ক্যামেরুন, তাই সুইজারল্যান্ডকে অবশ্যই ৪-৪ গোলে ড্র করতে হবে।

ক্যামেরুন

  • আফ্রিকার দলটির জিততেই হবে এবং প্রার্থনা করতে হবে যেন অন্য ম্যাচের ফল পক্ষে আসে।

  • নিজেরা ব্রাজিলের বিপক্ষে ২-০ গোলে জিতলে এবং সুইজারল্যান্ড ড্র করলে শেষ ষোলোয় উঠবে ক্যামেরুন।

  • শেষ রাউন্ডে ক্যামেরুন ও সার্বিয়া জিতলে, দুই দলের পয়েন্ট সমান হবে। তবে গোল ব্যবধানে বর্তমানে সার্বিয়ার (-২) চেয়ে ক্যামেরুন (-১) এগিয়ে থাকায় তাদের জয়ের ব্যবধান যদি সমান হয় তাহলে পরের ধাপে উঠবে ক্যামেরুন।

সার্বিয়া

  • সুইজারল্যান্ডের বিপক্ষে জিততেই হবে এবং প্রার্থনা করতে অন্য ম্যাচের ফল পক্ষে আসার।

  • অন্য ম্যাচ ড্র হলে অবশ্যই শেষ ষোলোয় উঠবে সার্বিয়া।

  • আবার ক্যামেরুন জিতলেও সুযোগ থাকবে, তবে সেক্ষেত্রে তাদের চেয়ে অন্তত ২ গোলের বেশি ব্যবধানে জিততে হবে সার্বিয়ার। ক্যামেরুনের (-১) চেয়ে বর্তমানে গোল ব্যবধানে পিছিয়ে সার্বিয়া (-২)।

  • আবার ক্যামেরুনের চেয়ে যদি সার্বিয়া ১ গোলের বেশি ব্যবধানে জেতে তাহলে তাদের পয়েন্ট ও গোল ব্যবধান সমান হবে। তখন দেখা হবে কে বেশি গোল করেছে। এই জায়গায় দুই দলই বর্তমানে সমতায়, সমান ৩টি করে গোল করেছে তারা।


এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি