ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

কেমন ছিল বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সব ম্যাচ?

প্রকাশিত : ১৪:০০, ২০ জুন ২০১৯

বিশ্বকাপে আজ বিকালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বিকাল সাড়ে ৩টায় নটিংহ্যামের ট্রেন্টব্রিজে শুরু হবে ম্যাচটি। এখন পর্যন্ত মাত্র একবার অসিদের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের বেশ কিছু পরিসংখ্যান:

১. ওয়ানডে ক্রিকেটে ২০বারের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ১ জয়ের বিপরীতে অস্ট্রেলিয়ার জয় ১৮ ম্যাচে। অন্য ম্যাচটি পরিত্যক্ত হয়।

২. বিশ্বকাপে ৩ দেখায় অস্ট্রেলিয়ার জয় ২ ম্যাচে। ২০১৫ বিশ্বকাপে বাকি ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়।

৩. সর্বোচ্চ দলীয় স্কোর :

বাংলাদেশ : ২৯৫/৬, ২০১১, ঢাকা

অস্ট্রেলিয়া : ৩৬১/৮, ২০১১, ঢাকা

৪. দলীয় সর্বনিম্ন স্কোর :

বাংলাদেশ : ৭৪, ডারউইন, ২০০৮

অস্ট্রেলিয়া : ১৯৮/৫, ডারউইন, ২০০৮

৫. বড় জয় :

বাংলাদেশ- ৫ উইকেট

অস্ট্রেলিয়া- ১৮০ রান এবং ১০ উইকেট

৬. ব্যক্তিগত সর্বোচ্চ রান :

হাবিবুল বাশার- ২৮৯ রান

অ্যাডাম গিলক্রিস্ট- ৪৪৪ রান

৭. ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস :

মোহাম্মদ আশরাফুল- ১০০ রান

শেন ওয়াটসন- ১৮৫ রান

৮. সর্বোচ্চ ছয় :

তামিম ইকবাল- ৬টি

শেন ওয়াটসন- ২০টি

৯. সর্বোচ্চ হাফ সেঞ্চুরি :

তামিম ইকবাল- ৩টি

অ্যাডাম গিলক্রিস্ট- ৫টি

১০. সবচেয়ে বেশি উইকেট :

মাশরাফি বিন মর্তুজা- ১৫ উইকেট

ব্র্যাড হগ- ১৮ উইকেট

১১. সেরা বোলিং :

আব্দুর রাজ্জাক- ৩/৩৬

অ্যান্ড্রু সায়মন্ডস- ৫/১৮

১২. সবচেয়ে বেশি ম্যাচ :

মাশরাফি বিন মোর্ত্তজা- ১৫

রিকি পন্টিং- ১৪

১৩. সর্বোচ্চ ডিসমিসাল :

খালেদ মাসুদ- ৪টি

অ্যাডাম গিলক্রিস্ট- ২৭টি

এনএম//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি