ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

কোপা জিতে মেসির পোস্ট, ‘আরো একটি ট্রফির জন্য টিকে থাকতে চান’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৬, ১৬ জুলাই ২০২৪ | আপডেট: ১২:১২, ১৬ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

টানা দুই কোপা জিতে দুটি ট্রফি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করেছেন লিওনেল মেসি। ক্যাপশনে লিখেছেন... ‘আরো একটি’...!

আর্জেন্টাইন ফুটবল সমর্থকদের এখন বসন্তকাল চলছে। গত চার বছরে চারটি ট্রফি জিতে তাদের মত সাফল্য সমর্থক এখন আর নেই। 

২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা জিতে টানা দুই কোপা জয়ের অনন্য রেকর্ডও গড়লেন মেসি-ডি মারিয়া। মেসি অবসর না নিলেও তার সতীর্থ, দীর্ঘদিনের বন্ধু ডি মারিয়া অবসর নিয়েছেন। এই কোপা জয়টা যেন তার জন্যই তুলে রেখেছিলেন মেসি। 

টানা দুই কোপা জিতে দুটি ট্রফি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করেছেন মেসি। সেই সাথে ক্যাপশনে নিলেছেন যে, আরো একটি ট্রফির জন্য মাঠের লড়াইয়ে টিকে থাকতে চান তিনি।

এদিকে, ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজকে ছাড়িয়ে  আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ট্রফি এখন মেসির দখলে। সবমিলিয়ে ৪৪ ট্রফি ছিল আলভেজের, তার সঙ্গে এতদিন সেই রেকর্ড ভাগাভাগি করছিলেন আলবিসেলেস্তে অধিনায়ক। কোপা জিতে বর্তমানে মেসির ট্রফি সংখ্যা দাঁড়াল ৪৫টিতে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি