ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

কোপার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে পেরু

প্রকাশিত : ১০:১৭, ৪ জুলাই ২০১৯

৪৪ বছর পরে চিলিকে হারিয়ে ফাইনালে উঠলো পেরু। সেমিফাইনালে ৩-০ গোলে চিলিকে হারায় তারা। তাই রিও দে জেনেইরোতে আগামী রোববার রাত ২টায় শিরোপা লড়াইয়ে স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হবে পেরু।

শেষ ১৯৭৫ সালে কোপা আমেরিকার শিরোপা জয় করেছিল পেরু।  আর সেবারই শেষবারের মতো ফাইনাল খেলে তারা। আর ঠিক ৪৪ বছর কেটে গেলেও ফাইনালে উঠতে পারেনি। তবে এবারের ব্রাজিলে অনুষ্ঠিত কোপা আমেরিকায় সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালে পা রাখতে পেরেছে তারা।

চিলির বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে পেরু। আর তাই তো আর্তুরো ভিদাল কিংবা অ্যালেক্সিস সানচেজের মতো ফুটবলার থাকা স্বত্ত্বেও পেরুর ডিফেন্স ভাঙতে পারেনি চিলি। উল্টো ম্যাচের ২১ মিনিটে পেরুর মিডফিল্ডার এডিসন ফ্লোরেসের গোলে হজম করে বসে চিলি।

ফ্লোরেসের গোলের পর আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে পেরু। আক্রমণের পর আক্রমণ করতে থাকে গেল দুইবারের কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের দুর্গে। দ্বিতীয় গোলের দেখা পেতেও তাই খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি পেরুর।

শেষের বাঁশি বাজার আগ মুহূর্তে অবশ্য ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল চিলি। কিন্তু এদুয়ার্দো ভারগাসের দুর্বল স্পট কিক ফিরিয়ে দেন গোলরক্ষক পেদ্রো গালেসে।

এনএম//

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি