ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

কোহলিদের সতর্কবার্তা দ্রাবিড়ের

প্রকাশিত : ১৪:৫৫, ২১ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

আসন্ন বিশ্বকাপে তার ফেভারিট ভারতই। কিন্তু বিরাট কোহলির দলকে সতর্ক করে দিলেন ভারতীয় এ দলের কোচ রাহুল দ্রাবিড়।

প্রাক্তন ভারত অধিনায়কের মতে, একটা ধারণা ছিল বিশ্বকাপে যাব এবং সহজেই জিতে যাব। ব্যাপারটা অত সহজ নয়। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হেরে এক প্রকার ভালোই হয়েছে বলে মনে করেন রাহুল দ্রাবিড়।

মুম্বাইয়ে এক অনুষ্ঠানে রাহুল দ্রাবিড় বলেন, ‘বছর দুয়েক ভারত ভালো ক্রিকেট খেলছে। ফলে ভারতীয় দলে একটা ধারণা তৈরি হয়েছিল, যে আমরা বিশ্বকাপে যাব এবং খুব সহজেই জিতে যাব। তাই যেটা হয়েছে সেটা ভালো হয়েছে। অস্ট্রেলিয়ার কাছে হারের পর এই বার্তাটা অন্তত এসেছে যে আমাদের বিশ্বকাপে খুব ভালো খেলতে হবে।’

তিনি আরও বলেন, ‘দেশের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পর আমি একটুও অবাক হয়নি। আমি মনে করি আমরা বিশ্বকাপে ফেভারিট। কিন্তু এটা জানি যে কঠিন লড়াই করতে হবে। প্রত্যেকটা দল বিশ্বকাপে নিজেদের সেরাটা উজার করে দিতে চায়। তাই লড়াইটা অনেক কঠিন।’ 

সূত্র: জি নিউজ

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি