ক্যারিবীয় চাপ সামলে সাবলীল কিউইরা
প্রকাশিত : ২১:০৬, ২২ জুন ২০১৯

ইনিংসের প্রথম বলেই শূন্য রানে নেই প্রথম উইকেট। আর পঞ্চম বলে নেই দ্বিতীয় উইকেট। দলের স্কোর তখন মাত্র সাত। বলছিলাম চলতি বিশ্বকাপের ২৯তম ম্যাচের শুরুর গল্পের কথা। যে ম্যাচে টস হেরে এমনই ব্যাটিং বিপর্যয়ে পড়ে এ আসরে এখন পর্যন্ত পরাজয়ের স্বাদ না পাওয়া, দুর্দান্ত ধারাবাহিক ছন্দে থাকা নিউজিল্যান্ড।
বিকেলের এ ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার। প্রথম ওভারেই সাত রানে দুই ওপেনারকে তুলে নিয়ে চরম বিপদে ফেলে কিউইদের। উইকেট দুটি তুলে নেন ক্যারিবিয় বাঁহাতি পেসার শেলডন কোট্রেল। আর তাঁর শিকার হওয়া দুই কিউই ওপেনার হলেন- মার্টিন গাপ্টিল (০), কলিন মুনরো (০)।
তবে সেই বিপর্যয় থেকে ধীরে ধীরে নিজ দলকে সামলে নিয়ে স্কোরকে এগিয়ে নিচ্ছেন দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান দলীয় ক্যাপ্টেন কেন উইলিয়ামসন ও রস টেইলর। তৃতীয় উইকেটে গড়েছেন শতাধিক রানের মূলবান জুটি। এই জুটি গড়ার পথে ফিফটি করে সেঞ্চুরির পথে হাঁটছেন দুজনেই।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৩ ওভার শেষে কিউইদের সংগ্রহ দুই উইকেটে ১৬৪ রান। উইলিয়ামসন ৭৯ এবং টেইলর ৬০ রানে ক্রিজে আছেন।
এনএস/কেআই