ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ক্রিকেট উত্তেজনা: রশিদ, নবী, হাসান আলীকে জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪১, ২২ সেপ্টেম্বর ২০১৮

টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ আর খেলোয়াড়রা বাকবিতণ্ডায় জড়াবেন না, এটা কি হয়? আফগানিস্তান-পাকিস্তান ম্যাচেও ঘটলো এমন কাণ্ড। আর এতেই দুই দলের তিন খেলোয়াড়কে জরিমানা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

এশিয়া কাপের সুপার ফোরের খেলায় গতকাল শুক্রবার মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও আফগানিস্তান। আইসিসির ডিমেরিট ও জরিমানার শিকার ক্রিকেটাররা হলেন- পাকিস্তানি পেসার হাসান আলী, আফগান স্পিনার রশিদ খান ও মোহাম্মদ নবী।

আফগানিস্তানের ইনিংসে ৩৩তম ওভারের সময় স্ট্রাইকে থাকা হাশমতউল্লাহর দিকে বল ছুড়ে মারার ইঙ্গিত করেন পাকিস্তানি পেসার হাসান আলী। এরপর ৩৭ ওভারের সময় রান নিতে গিয়ে হাসান আলীকে ধাক্কা দেন আসগর আফগান। এছাড়াও ম্যাচ চলাকালীন সময়ে অশালীন ভাষা ব্যবহার করেন রশিদ খান। পরে পাকিস্তানের ইনিংসের ৪৭তম ওভারের সময় আসিফ আলীকে প্যাভিলিয়নে ফেরার ইঙ্গিত করেন আফগান স্পিনার মোহাম্মদ নবী।

ম্যাচ চলাকালীন এমন বিদ্রূপ আচরণের জন্য ম্যাচ রেফারি প্রত্যেককে এক ডিমেরিট পয়েন্ট ঘোষণা করেন সঙ্গে ম্যাচ ফি’র ১৫ শতাংশ কেটে নেয়ার আদেশ দেন।

এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি