ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

ক্রিকেটকে চিরবিদায় জানালেন ম্যাককালাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৮, ৭ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ড ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম।

২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বিশ্বের বিভীন্ন দেশে টি টোয়েন্টি খেলে বেড়াতেন এই ব্যাটসম্যান।

দ্রততম টেস্ট সেঞ্চুরির মালিক ব্রেন্ডন ম্যাককালাম। নিজের শেষ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৪ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

সম্প্রতি কানাডায় অংশ নিয়েছেন গ্লোবাল টি টোয়েন্টিতে। এবার প্যাড জোড়া উঠিয়ে রেখে মনোনিবেশ করতে চান কোচিং পেশায়।

উল্লেখ্য, দেশের হয়ে ১০১ টেস্ট খেলে ৬ হাজার ৪৫৩ রান করেছেন তিনি। ২৬০ ওয়ানডে খেলে করেছেন ৬ হাজার ৮৩ রান। আর ৭১ টি টোয়েন্টি খেলে করেছেন ২ হাজার ৮৮০ রান।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি